একুশ নিয়ে নতুন করে কি লিখি আর,
একুশ মানে দীপ্ত শিখা, বাঙালির অহংকার।
ভাষার তরে লড়তে জানি, দেখেছে সারা পৃথিবী,
মা'র ভাষা ভালোবাসি বাংলা, এক দফার এক দাবি।


মনের জানালায় স্মৃতিরা উঁকি মারে,
দুখিনী বর্ণমালা কেঁদে যায় অঝোরে।
এখনো চালু হয়নি বাংলা সর্বস্তরে,
চেতনায় উজ্জীবিত হোক শেকড় থেকে শিখরে।


ভাষার মাসে ভালোবাসি বাংলা- এটাই নয়,
বুকের তাজা রক্ত ঢালি, স্মৃতির মিনারে রয়।
মিনারে ফুল হাতে ছোট ছোট শিশুর দল,
তাদের মাঝে হলেও মিশে রবো, শহীদ সকল।