দেখিলাম সেদিন  সমুদ্র চরে,
কত গোপন প্রিয়া যায় হাত ধরে।
হেলানো আসনে পাশ ঘেঁষে বসে,
অব্যক্ত প্রেম এসে ঠোঁটে ঠোঁটে চষে।


দেখে অশীতিপর বৃদ্ধা মুখ চেপে হাসে,
আড়ালে পা ছুঁয়ে যায় শীতল জল এসে।
বৈকালে শীতল হয়ে আসা বালুচরে,
প্রিয়ারা সাজায় বাসর অগোচরে।


লেপ্টে থাকা আঁচল, লজ্জাবতী বুক,
গাঙচিল উড়ে যায়, খাঁচা ভাঙা সুখ।
সময়ের স্রোতে ভেসে যায় যৌবতী মন,
রঙ্গিলা জীবনে হারিয়ে দেখে রাঙা স্বপন।