তেপান্তরের মাঠ পেরিয়ে,
দুর্বাঘাসের কবোষ্ণ ছোঁয়া এড়িয়ে,
বলেছিলে , নিজে নিজে খুব..


শীতের কুয়াশার ধবল চাদরে,
নিদ্রাহীন চোখে, কাকডাকা ভোরে,
ঠোঁটে আঙ্গুল চেপে, একেবারে চুপ..


প্রীতিডোরে বেঁধে, নিরবে কেঁদে,
বলেছো ভালবাসো, পথে যেতে যেতে,
উদাস চোখে ভাসে শুধু প্রকৃতির রূপ..


হাতে হাত রেখে অপলক চোখে,
বিশ্বাস ভাঙ্গা হৃদয়ের বাঁকে বাঁকে,
ঢেউ খেলে ভালোবাসা স্বরূপ..