এ জগতে সকল প্রাণীর মধ্যে দৃশ্যমান একতা,
পরস্পরের মাঝে বিরাজ করে মায়া-মমতা।
সুখে-দুঃখে পরস্পরে থাকে কাছাকাছি,
জয়ে আর ভয়ে ভাগ করে নেয়, থেকে পাশাপাশি।


বেঁচে থাকার তাগিদে মনুষ্য ব্যতীত প্রাণীকুল,
প্রভুর নিয়মনীতি মেনে চলে, করে না কভু ভুল।
মানব কুলে জন্ম নিয়ে, মানুষে করে কত্তো গন্ডগোল,
দাপট কপট দেখিয়ে কতজন করছে আবোল-তাবোল।


স্বজাতির প্রতি বিদ্বেষ খুঁজে পাবে নাকো কোথাও,
এ বিদ্বেষ যদি না থাকতো, যুদ্ধ-বিগ্রহ  হতো উধাও।
মানুষ তবে এ নিখিলে বিবেকবোধে সবার চেয়ে সেরা,
এ মানুষের হৃদয়  প্রেম- ভালোবাসায় হোক ভরা।