একটি সুন্দর মুখের মুখোমুখি,
বসে বসে কবিতার খাতায় লিখি,
তুমি সুন্দর, বিস্ফোরিত ঐ দুটো আঁখি!


কেউ একজন লিখেছিল, হায়রে হায়,
সুন্দর মুখের ঠাঁই, সব জায়গাতে নাকি হয়?
সুন্দরী আড়চোখে তাকিয়ে বলেছিলো তাই-ই!


একটি সুন্দর মুখ, হাজার প্রশ্নের নাকি জবাব,
এ জগতে সিংহাসন ছেড়েছে কতো রাজা আর নবাব?
সুন্দরী সুখী নয়, সুখের সাগরে ভেসেও ভাবে অভাব!


রুপের ঝলক দিয়ে পুড়ায় অভাগার হৃদয়,
ওরাও নিঃশেষ হয়, থাকে অধরার স্বপ্নময়,
একটি সুন্দর মুখ এভাবে হতে থাকে ক্ষয়!