তেপান্তরের মাঠ পেরিয়ে,
দুর্বা ঘাসের কবোষ্ণ ছোঁয়া এড়িয়ে,
বলেছিলে , নিজে নিজে খুব..
শীতের কুয়াশার ধবল চাদরে,
নিদ্রাহীন চোখে, কাক ডাকা ভোরে,
ঠোঁটে আঙ্গুল চেপে, একেবারে চুপ..


প্রীতিডোরে বেঁধে, নিরবে কেঁদে,
বলেছো ভালবাসো, পথে যেতে যেতে,
উদাস চোখে ভাসে শুধু প্রকৃতির রূপ..
স্বপ্ন দেখা চোখে নির্বাক চাহনি,
রচনা করে করুণ বিরহ কাহিনী,
হাতে ধরে দিয়েছি দুঃখ সাগরে ডুব....