দেশের কথা মুখে মুখে,
লাভের আশা বুকে বুকে।
পাবলিকের কষ্ট দেখে দেখে,
অট্টালিকায় ওরা থাকে মহাসুখে!

পেঁয়াজের ঝাঁজ বাড়ছে,
সিন্ডিকেটরা ডিমে তা দিচ্ছে।
আসমা বিবির বাপে মুচকি মুচকি হাসছে,
আঙ্গুল ফোলে কলাগাছ! তেলের উপর ভাসছে।


আমার আছে জল,
দু'চোখে করছে টলমল।
চারপাশে থেমে যাচ্ছে কোলাহল,
ছলের ছলচাতুরীতে ভাঙ্গছে মনোবল।


সুযোগ খুঁজছে বাটপার,
বন্ধু কি-বা ভাইবেরাদর।
স্বার্থ বুঝে শয়তান করছে ভর,
ষড়যন্ত্রের কারখানা এখন প্রতিটি ঘর।