মীরজাফর ও বেঈমান
আর নেই পলাশীর প্রান্তরে,
এখন ওরা আছে লুকিয়ে
  প্রতিটি ঘরে ঘরে।


আড়ালে আবডালে বসে বসে
অশান্তির কলকাঠি নাড়ে,
সুযোগ বুঝে হাতিয়ে নেবে সব
স্বার্থের জন্য প্রাণটাও নেবে কেড়ে।


আশেপাশের এ মীরজাফর!
ওঁৎ পেতে থাকে সারাক্ষণ,
মায়াবী মায়াজালে আষ্টেপৃষ্টে বেঁধে
কেড়ে নিতে চায় অন্যের ধন-রতন।


কিসের স্বজন, কিসের ভগিনী ভ্রাতা!
ব্যবছেদ করে দেখলে, মনে ফাঁদ পাতা,
গ্রহণের কাল শুরু হলো ধরণীর 'পরে
সাধুর বেশ, অন্তরে পোষে ইবলিশ সদা।