কাউকে ঠকালে হয় ঠকতে,
এটা পারে এ জীবনে ঘটতে,
এর ভয়াবহতা জানলে কাঁদতে।


বিরাগভাজন হবে সত্য বলতে,
একা একা হবে পথ চলতে,
কতই সহজ কারো মন ভাঙতে!


লজ্জিত হয় না নিজ ঢোল পেটাতে,
অভ্যাস হলে গেল পরের পকেট হাতাতে,
নিজের নাক কাটাও, অন্যকে থামাতে।


কত রঙ্গ করো অন্যকে নাচাতে,
মিথ্যাকে সত্য বলো পরকে ফাঁসাতে,
সঙ সেজে ডঙ করো মানুষ হাসাতে।


ষড়যন্ত্রের মধ্যমণি, কারো ঘর ভাঙতে,
স্বার্থের জন্য স্বজন হয় না আর চিনতে,
রক্তরা আর ভক্তরা তারাও রয় তথাতে।


তাং ২৯ ডিসেম্বর ২০২২খ্রি.
চট্টগ্রাম