মোখায় উড়ছে ঘরের চালা,
বাতাসে ভাঙছে গাছপালা,
রক্ষা করুন হে বারি তা'য়ালা!


সাগরে উঠছে তরঙ্গমালা,
আকাশে ভেসে যাচ্ছে মেঘমালা,
বুঝার সাধ্য কার? তোমার লীলা।


উপকূলবাসীর জন্য সংকটকাল,
সমুদ্র প্রবল ঝড়ে এখনো উত্তাল,
তিনি দয়ার সাগর, রক্ষা করবেন জানমাল!


বিপদে ভয় নয়, ধৈর্য ধারণ,
করতে হয় আল্লাহ আল্লাহ স্মরণ,
সাহস রাখলে প্রফুল্ল হয় অন্তঃকরণ।


তাং ১৪ মে ২০২৩ খ্রি.