দুনিয়ার সবাই ভুলে যাবে একদিন,
প্রাণপাখি উড়ে যাবে  যেদিন।
প্রাণসখা কেঁদে ভাসিয়ে দেবে বুক,
শোকে অঝোরে জল ঢালবে স্বজনের চোখ।
চারিপাশের প্রতিবেশী জড়ো হবে সেদিন।।


মায়ে কাঁদবে, বাপে কাঁদবে, কাঁদবে স্বজনে,
খাটিয়ায় শুয়ে দেখে নিও সেদিন আপনে।
সাদা কাফনে সাজিয়ে নিয়ে যাবে গোরস্থানে,
মায়ায় জড়িয়ে কারে রাখবে বুকে যতনে?
এ মায়ার নিঠুর বাঁধন ছিঁড়ে যাবে একদিন।।


দিকে দিকে চারিদিকে জেনে যাবে লোক,
কতো যাতনা সয়েও কারে বুঝাবে দুখ?
সময়ের ব্যবধানে ভুলে যাবে সকল স্বজনে,
আপন ভেবে পরকে বেঁধেছো মায়ার বাঁধনে।
মায়াবী এ মায়াজাল  ছিন্ন হবে একদিন।।