সাজানো বাগানে পেলাম,
তড়িঘড়ি করে দিলাম।
ঝুনির বাপ মধু মিয়া,
সবকিছু খায় না ভাবিয়া।


হিসাবের গরু খায় না বাঘে,
হিসাবের খাতায় হিসাব থাকে।
জরিমনের সঙ্গে মিলিয়া,
সবকিছু কি চলে এমনি করিয়া?


পালের সাথে পাল বেঁধে,
পরের ধনে পোদ্দারি করে,
এমনও রসিক বান্ধব আছে,
হাত বাড়ালে পাবে কাছে!


কাক চালাক পাখি কিন্তু,
মধু খুঁজে না, খুঁজে ময়লা বস্তু।
বানরের গলে মানায় না মুক্তার হার,
এতো লুকোচুরি করা কী দরকার?


বেলা শেষে প্রিয়া,
বিমর্ষ বদনে হস্ত ধরিয়া,
অঝোরে অশ্রু ঝরাইয়া,
একা করে যাবে চলিয়া!


কিছুটা উঞ্চতা পেতে,
ধরিয়া নরম কোমল বুক পেতে,
অমৃত সুধা পান করে,
সাঙ্গ হারা যাত্রা কিন্তু অমরপুরে!