যে যেদিকে পারে শুধু কাড়ে,
কেউ দু'হাতে অন্যের সম্পদ ভরে মুঠে,
কেউ আবার অবলা নারীর ইজ্জত লুটে,
কেউ টাকার বান্ডিল ঘুষ নিয়ে উপাসনালয়ে ছুটে।


যে যেভাবে পারে সাধুর বেশ ধরে,
সুযোগ বুঝে হাতিয়ে নিয়ে মারে চম্পট,
বেশভূষায় বুঝা যায় না, সে বড়ই লম্পট,
আচরণ তার এমনই হয়, দেখিয়ে চলে দাপট।


যে যেমন পারে নিজের আখের গুজারে,
অন্যের সফলতা দেখে হিংসায় জ্বলে মরে,
শয়তানি বুদ্ধি দিয়ে আড়ালে কলকাঠি নাড়ে,
অবশেষে ইবলিশ তাকে নিয়ে যায় নরক দ্বারে।