আজিয়া এন গরম লাআর,
          ঘরত টিকা ন যার,
কেএন গরি ঘাম ঝরের
         পোয়া বুড়া ছটফটার।


খোদায় এন সমত
         গরম দেদ্দে এনডইরল্যা,
রেইনগুট পরি পথত ঘুরের
          পুগুর বাড়ির আদদুইল্যা।


ফাতুর বাপে হদ্দে এইল্যা
        গরম পরিবু শীতহাইল্যা,
হাম ন গরি ছায়াত বই লইয়ে
             চার পাঁচ জন আইল্যা।


কী গজব পরের,
     ন পরেদ্দে ঝর,
তাপমাত্রা এন বাইরগি,
     অইন অইযারগই ঘর।


গুরাগারা পোয়াছার লাই,
             মনত লাগেদ্দে ডর,
জোয়ান বুড়া, হচি গুরা
        গরমে ছাড়েদ্দে ঘর।


কি হইতাম আর,গরমে
    পরান নান ঝুল অই যারগই,
ঘুম ন আইয়ের চোখত,
       উঠানত হাতপা লারির গই।


ঝরগান আইস্তো যদি,
    বেয়াগ্গিন ঠান্ডা অই যাই-তই,
আল্লাহর রহমত চও হাত্তান তুলি
     আশা ছাড়ি ন যাইয়ো গই।