চোখে জল,
মুখে হাসির ছল,
আর বুকে দুঃখের নদী বহে কলকল।


চারপাশে স্বার্থবাজ,
ছলনায় সাধুর সাজ,
কঠিন সময় পার করছে এই সমাজ!


যাকে দেখাবে পথ,
সেই হয়ে উঠবে আপদ,
ফাঁদ পেতে ডেকে আনবে বিপদ!


দুঃখে থাকবে যার পাশে,
তোমার দুঃখে সেই হাসে,
ষড়যন্ত্র করবে প্রকাশ্যে।


যার জীবনে ফুটিয়েছ ফুল,
সেই সবার আগে বুঝবে ভুল,
সাজানো সংসারে সে করবে গন্ডগোল।


যারে আদর করে দেবে বুকটা,
বুকটা ভেঙে নরক করবে জীবনটা,
সবার আগে সে বাজাবে শেষ ঘন্টা!