সম্পদ যার হাতে সে ধনী,
এ সমাজ তারে ভাবে গুণী!
ধন যেভাবে আসুক, সে এখন জ্ঞানী!


বৈধ হোক বা অবৈধ হোক, সে একটা কিছু,
লোভী জন পাবার আশায় ঘুরে তার পিছু,
বেশভূষায় উঁচু হলেও কাজে-কর্মে-মানে নিচু।


সজ্জনে ভেবে কয়, সমাজে ধরলে পচন,
অঘাট ঘাট হয়, অজ্ঞ জ্ঞানী সেজে দেয় ভাষণ,
অবস্থান না বুঝে দখল নেয় কর্তৃত্বের আসন।


মানুষ এখন অস্থির এ গ্রহণের কালে,
কে কখন আটকে যায়, কার ফাঁদা জালে?
কতো কিছু দেখতে হবে কালে কালে।


মানুষ রতন, করলে যতন এ ভবে,
মানুষ মানুষকে চিনবে আর কবে?
ভাবো মনা, এ সমাজ সুন্দর কবে হবে?