মানুষের হয় পরাজয়,
যবে আমার ভেতর আমিত্ব রয়,
এ কথা গুরুজনেরা কয়।


এ ধরাধামে কতই ক্ষুদ্র আমি,
তা জানে শুধু মোর অন্তর্যামী,
কুটচাল মানুষ হয় না সততার অনুগামী।


বাইরে সাধু সেজে, ভেতরে শয়তান,
প্রভু ই জানে কোথায় হবে ওদের স্থান,
সকলেই পাবে তাদের কর্মের প্রতিদান।


আমি কে আর আমার মাঝে কে?
সবই ধরা পড়বে চক্ষু মুদিলে,
ধরার 'পরে দম্য, বুঝবে সময় আসিলে..