হিংসা মানুষের খারাপ গুণ,
ভয়ানক এ গুণ মানুষকে জ্বালায় দ্বিগুণ।
যারে ধরেছে এ রূহানী ব্যাধি,
ধ্বংস হয়ে যায় তার খ্যাতি।


ইহকাল ও পরকাল দুইটাই হবে হাতছাড়া,
এর থেকে কেউ রক্ষা করবে না, খোদ প্রভু ছাড়া।
হিংসুক কখনো ঘুমাতে পারে না,
হিংসার আগুনে বাড়ে মনের যন্ত্রণা।


হিংসার তীর তারে বিদ্ধ করে ক্ষণে ক্ষণে,
হিংসুক মানুষ সতেজতা হারায় দেহ-মনে।
ইবলিশ ভর করে হিংসুকের ঘাড়ে,
কারোর উন্নয়ন দেখে হিংসুক জ্বালায় মরে।


বিশ্বাস আর হিংসা থাকে না একই হৃদয়ে,
এ ধরনের সাধুর সাজ যাবে একদিন ক্ষয়ে।
কাঠকে যেমন আগুন পুড়িয়ে করে ছাই,
হিংসায় পুড়ে সোনার মানুষ হয় মাটির কাই