হিংসুক সহজেই ভুলে,
স্বার্থের জন্য মাথায় তোলে।
কাষ্ঠকে ছাই করে আগুনে,
হিংসুককে নিঃশেষ করে শয়তানে।


ডানে বামে ভরে আছে হিংসুটে লোকজন,
এরা কেউ ছদ্মবেশী আবার কেউ স্বজন!
শয়তানের দোসর, মীরজাফরের প্রেতাত্মা,
সুখে ঘিরে চারপাশ আর আপদে মাপে রাস্তা।


ভালোবেসে বুকে জড়িয়ে পিঠে বসায় ছুরি,
স্বার্থের তরে জীবন নিয়ে খেলে লুকোচুরি।
ভরে আছে এমন লোকে এ সমাজ,
ভেতরে ইবলিশ রেখে বাহিরে কতোই কারুকাজ!