স্বার্থ এমন এক বিস্ময়,
আপন বনে শত্রু আর পর আপন হয়।
এ ধরাধামে এটা কতো বিচিত্র কারণ,
সাধুর পরিচ্ছদ গলায় শিষ্যের মরণ!


ইবলিশ হাসে বিজয়ী পতাকা হাতে,
রক্তও বেঈমানী করে স্বার্থের আবর্তে।
তসবিহ হাতে, গলায় মালা আর কপালে তিলক,
স্বরূপে ধরা পড়ে, পাল্টায় রূপ, চোখের পলক!


আঁধার রাতে প্রদীপ জ্বালিয়ে আসমা বিবির বাপ,
ধসে পড়া কবরের পাশে উচ্চ স্বরে করছে বিলাপ।
শিয়রে বসে মা জননী সারারাত্রি জেগে,
কিসের স্বার্থে সজল চোখে স্রষ্টাকে ডাকে?