ছাতাটি বগলে নিয়ে যদু মাস্টার,
স্ত্রীর হাত থেকে বাজারের লিস্ট পেয়ে
স্কুলের পথে রওনা দেন সকাল সকাল।


ফেরারপথে ঢুকলেন  মুদির দোকানে,
জ্ঞান হারানোর উপক্রম যদু মাস্টার
দাম শুনে তেল, আটা, চাল আর ডাল।


দিনকে দিন বয়সটাও হচ্ছে ভারী,
ঘরে এক কন্যা রয়েছে ডিগ্রিধারী,
একটা চাকুরীর জন্য চেষ্টা করছে দু'বছরকাল।


বাজার মূল্য আর মাসিক বেতনের তফাৎ,
ভাবতে ভাবতে যদু মাস্টার এখন কপোকাত,
মেয়েটির জন্য ভাবতে ভাবতে আসবে  মরণকাল।


সামনে বর্ষা মৌসুমে ঘরে  ঢুকবে বৃষ্টির জল,
অর্থাভাবে যদু মাস্টার দুচোখে দেখছেন গ্যাড়াকল,
জাহ্নবী কানের কাছে বলেছে, চলছে তো করোনাকাল।


ইদানিং কিশোর গ্যাং নিয়ে চিন্তিত যদু মাস্টার,
ঘরের চারপাশে আনাগোনা বাড়ে নামলে অন্ধকার,
বিবাহযোগ্য মেয়েটার জন্য রাত জেগে হয় সকাল।