দেহে থাকলে শ্বাস,
থাকা যায় ধরণীর বুকে।
তা বন্ধ হলে রাখবে গোরস্থানে,
হিজল তলে সাদা কাফনে ঢেকে।


সোনার দেহে বাহুবল আর মনোবল
যবে ছিলো ভরা জোয়ারের মতো তুঙ্গে।
ধরাকে সরা জ্ঞান করে চলতে মনা,
পরোয়া করতে না এ সমাজের কারো সঙ্গে।


মাটির পিঞ্জিরা ভেঙে পাখি দিল উড়াল,
দাপট কপট কিছুই নেই আজ, বড্ড অসহায়।
আশপাশ চারিপাশ শুধু খালি আর খালি,
প্রাণের সখা রেখে একা, পালিয়ে বেড়ায়।


সময় বড্ড নিষ্ঠুর, যাবে ফুরিয়ে একদিন,
জীবনের বাঁকে বাঁকে করেছো কত ভুল।
ভুক্তভোগী না করিলে ক্ষমা, ওরে ও মনা,
শেষ বিচারের মাঠে হিসাবে হবে গণ্ডগোল।


সেদিনের সেই মাঠে ছাড় পাবে না কেউ,
পাপীরা জাক্কুম গাছ, স্বর্গে যাবে নিষ্পাপে।
ষোলো আনা হিসাব কষে ধরবেন প্রভু,
নিরলে বসিয়া কান্দে আসমা বিবির বাপে।


তাং ২১ ডিসেম্বর ২০২২