হাতিয়ে পকেট ভরে কি-বা করেছো লাভ,
কী দরকার ছিলো জানাযার মাঠে চাওয়া মাফ?
পরের হক মাফ হবে না, বলেছেন রব্বানা,
জিন্দা থাকতে সেই কথা কী মনে ছিলো না?


মনের ভেতর দাপট ছিলো, ছিলো অনৈতিক বাসনা,
অসীমের আহ্বানে যেতে হবে, তাও মনে ছিলো না।
অসহায়কে হেঠাম দেখিয়ে হাতিয়েছ সবকিছু,
শেষ ঠিকানায় এ পাপের তীর ছুটবে পিছু পিছু।


আমার আমি তা ওখানে চলবে না আর,
চাপায় পড়ে কাতরাবে, চোখে দেখবে আঁধার।
অবৈধ অর্থে এখানে সাজো দানবীর আর সাধু,
সবকিছু হিসাব হবেই, ধরলে ছাড়বেন না প্রভু।