মালা হয় না যে ফুলে
সে ফুল আজ ঝুলছে প্রিয়ার গলে,
যে পথ মাড়াতো না লোকে ভুলে
সে পথে ছুটছে মানুষ দলে দলে।


নিষ্ঠুর হৃদয়ে আজ উঠে প্রেমের ঢেউ
চুপিচুপি দেখেছি, জানলো নাতো কেউ,
মনের মাঝে ভাসে মন পবনের নাও
তা দেখে হিংসুক মনে আগুন জ্বলে দাউদাউ


বিবাগী মন খুঁজে বেড়ায় সুখের প্রস্রবণ
ছোট ছোট ঢেউ খেলে যায় মনে সারাক্ষণ,
সুখের ছোঁয়ায় আজি অশ্রু ঝরায় ঐ দু'নয়ন
জীবনের বাঁকে বাঁকে কেউ হয়ে উঠে আপনজন।