সব সম্পর্কের মূলে স্বার্থ,
এটা না বুঝলে হবেই ব্যর্থ।
    পরখ করে দেখো, এ মর্তে,
        কোনকিছু হয় না বিনাশর্তে।


বুকে জড়িয়ে থাকা যে মানুষ,
একদিন সেও স্বার্থের জন্য হবে বেহুঁশ।
  সময়ের ফাঁদে স্বজনও করে বেঈমানী,
     স্বার্থের জন্য নিতেও পারে জীবনখানি।


যেকোন সময় এ স্বার্থপর,
যতন করে ভাঙ্গে অন্তর।
খুঁজে কি লাভ আলো আর আঁধার,
জীবনের বাঁকে বাঁকে রয়েছে কত বাটপার।