ফোটা ফুল ঝরে পড়ে,
দেখে খুব কষ্ট হৃদয় জুড়ে।
কলি আসে আবার ডালে
আনন্দে মৌমাছি নাচে দলে দলে।


ঝরাপাতার মতো ঝরে ফুল
বৃক্ষ অসহায় অবলার মতো ব্যাকুল।
মালির পা ছুঁয়ে যায় ঝরা ফুলে
কেউ ফিরেও তাকায় না  ভুলে।


ঝরাফুলের কষ্টে কাঁদে প্রিয়া
যে ফুল মালা গেঁথে তুষ্ট হতো হিয়া।
প্রিয়ার আঁচলে রাখা খইয়ের মতো
মধুকর চুপিচুপি ভালোবেসে যেতো।


পথিকের পদযুগল ছুঁয়ে
ঝরাফুল ব্যাকুলতা যায় শুধিয়ে।
ঝরাফুলের মনের আকুতি
হৃদয়ে জমে রয়, কী নিদারুণ নিয়তি।