ভাবনায় মজিয়া প্রিয়া
তোমায় দিলাম এ দিল!
এখন দেখছি, তোমায়
ছাড়া এক মুহুর্ত চলা মুশকিল!
ঘুমায় যখন স্বপ্ন এসে
এ মনটা করে কিলবিল!
দিবসেও ভাবনায় মরি
কেনই দিলাম এ দিল!
স্বপ্নের মতো লাগে সব
উড়ু উড়ু করে এ মন!
জীবন নদীর পাড়ে বসে
ভাবনার ছবি আঁকি সারাক্ষণ!
তাং ১৫ নভেম্বর ২০২৩ খ্রি.