যখন চিনে যায় ঘটক,
আসল বাড়ির ফটক।
সময় দেবে না, করে না নাটক,
সিদ্ধান্ত একটাই, হবে না বৈঠক।


নিথর দেহে রবে না দম,
চলবে না আর নিজ কদম।
হুঙ্কার আর অহঙ্কার চলতো হরদম,
ফটক পাড়ি দিলে চলবে খেলা দমাদম।


দমের ঘড়ি হয়ে যাবে লক,
পাবে না চাবি, হবে না আনলক।
এড়িয়ে চলতে জীবনের ক্যাটালগ,
পাপপুণ্যের হিসাব নেবেন মহান বিচারক।


ফটকে আসার আগে ঘটক,
মনা! শেষ করো নাটক।
কেউ রবে না, হতে প্রভাবক,
নিজেই নিজে হবে উপস্থাপক।