তুমি  আর আমি মিলে পুরো অংশ,
আমরা একা একা একেকটি ভগ্নাংশ।
এখানে আমি লব হলে তুমিই হবে হর,
ভালবাসায় দু'জন মিলে রচিব সুখের ঘর।


দুর্জনেরা ঢাকবে মুখ আড়ালে আবডালে,
সতত চেষ্টা রবে আমাদের, ওরা যাবে বিফলে।
এ বাঁধন রবে চিরকাল, ছিঁড়বে না কস্মিনকালে,
গণিতের সহজ হিসাব, জীবন কাটবে হেসে খেলে।


জীবনের ধারাপাত অত সহজ নয় বুঝে চলা,
কাছের মানুষও স্বার্থের জন্য করবে ছলাকলা।
ভগ্নাংশে তুমি হবে হর, আর আমি হব লব,
ব্যর্থ হয়ে ধরা দেবে পিছনে লেগে থাকা কুশীলব।