চোখের নিচে কালি আর কপোলে চামড়ার ভাজ,
সময় বলে দেয়, ফুরিয়ে যাচ্ছে সম্পর্কের ঝাঁজ!
জীবনের বাঁকে বাঁকে খুঁজেছ শুধু ধন আর ধন,
ধরাধামে বিলীন হবে সাধের এই একটা জীবন।


যখনই পেয়েছ সময় কেড়েছ অন্যের সব,
একদিন আসবে, মরণে লোকে করবে উৎসব।
বাহুবল আর অর্থবল সবি হবে বিকল,
ছলনার ছলে সেদিন চোখের জল করবে টলমল।


ফুরিয়ে যাবে চোখ জুড়ানো দেহের রূপ,
পাপের কলস পূর্ণ হলে বাড়বে মনের ক্ষোভ।
প্রায়শ্চিত্ত করার সময়ও যখন পাবে না,
জীবনের প্রান্তে পৌঁছে হিসাব মিলবে না!


তাং ১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.