বাঘ যখন গর্জন করে বনে,
তখন অন্যেরা ভয় পায় মনেপ্রাণে।
আর যখন সেই বাঘ গর্জন করে খাঁচায়,
তখন সে নিজেকে নিজে ভয় পায়।


এটাই নিয়ম, এটাই লীলা,
এবাবে একদিন শেষ হবে বেলা।
সব কিছুর আছে রে শেষ,
সুতরাং সত্যকে দেখে মিথ্যা হবে নিরুদ্দেশ।


আজ যাকে করছো অবহেলা আর অবজ্ঞা,
কাল হয়তো সেই তোমাকে করবে রক্ষা।
হৃদয়ে ইবলিশ রেখে করো কতো অভিনয়,
জীবনের পাতায় পাতায় সেই কথা রয়।