হতাম যদি কোল-বালিশ,
বুকের সাথে জড়িয়ে থাকিতাম নিশিতে।
হতাম যদি ঝর্ণা কলম,
প্রেয়সীর মনের কথাগুলো শুনিতাম লিপিতে।


হতাম যদি জানালার পর্দা,
মন চোর আমার ভেতরে মারিতো উঁকি।
হতাম যদি ফুলদানি,
ভোরের আদর পেয়ে থাকিতাম সুখী।


হতাম যদি গায়ের চাদর,
সোহাগভরা মুখটা ঢাকিতো স্নেহে।
হতাম যদি হাতপাখা,
ভালোবেসে বাতাস মাখিতো সারাদেহে।


হতাম যদি হাতের চুড়ি,
প্রিয়া মনের সুখে হাত বুলিয়ে দিতো।
হতাম যদি বেলি ফুল,
দখিনা দুয়ার খুলে খোঁপায় বাঁধিতো।


হতাম যদি ডায়েরিখাতা,
সুখদুখমাখা কথাগুলো আমাতে জমা রাখিতো।
হতাম যদি চাবির গোছা,
প্রিয়া আমার, কোমড়ে বেঁধে ঝুলাইতো


তাং ২৫ ফেব্রুয়ারি ২০২৩