চারপাশে ছিলো যারা
শুধু স্বার্থের তরে,
সময়ের স্রোতে তারা
হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।


দু"চোখের মাঝে
স্বপ্ন ছিলো যাদেরকে ঘিরে,
সময়ের ব্যবধানে তারা
নোঙ্গর করে অন্যের নীড়ে।


মনটা ভাবতো সারারাত
সাজাবে বলে বাগান,
স্বার্থ ব্যাহত হতেই
তারা বাড়িয়ে দিয়েছে ব্যবধান।


মায়াবী মায়াজাল ছিন্ন করে
আশাবাদী মানুষটা মরে অবহেলায়,
একবুক হতাশা নিয়ে নিরুদ্দেশ
স্বার্থবাদীর যোগ-বিয়োগের খেলায়।