দম ফুরালে নিথর একটা লাশ,
নিশ্চিহ্ন হবে মনে যতো ছিল অভিলাষ!
তবে, কৃতকর্মের হিসাব হবে পই পই,
কাউকে পাবে না খুঁজে, ভালোবাসার মানুষটা কই?


হাতিয়ে নেয়ার অভ্যাসটা এতটাই ছিল প্রবল,
নারী থেকে বাড়ি, অসহায়ের সম্পত্তি করতে দখল।
ফাঁস হবে সব সেদিনের সেই জনাকীর্ণ মাঠে,
জিম্মি করে মানুষকে যা হাতাতে ঘাটে ঘাটে।


কুকর্মগুলো লোড হয়েছিল তোমার মেমোরি কার্ডে,
আজিকে সব কীর্তি দেখবে লোকে, ঐ মাঠে।
সেদিনের সেই মাঠে কী কী করবে অস্বীকার,
দাপট কপট কিছুই চলবে না, দেখবে শুধু অন্ধকার।


আজকে তুমি নেতা, কী দারুণ জনপ্রিয়তা!
গলে ঝুলে মালা, তোমায় নিয়ে চলে কত কথা।
আড়ালে আবডালে কেড়ে নিতে জনগণের সম্বল,
আজি কেনো ভিখ মাগো, ঝরাও নয়নের জল?


তাং ৬ এপ্রিল ২০২৩ খ্রি.