চারিদিকে নীরবতা হিম হিম ঠান্ডা,
বুকের মাঝে আনচান করে মনটা।
জোছনাস্নাত রাতে জোনাকিরা ডাকে,
মনে মনে ভাবছি তারে, গভীর অনুরাগে।


উত্তরের হাওয়ায় মনে দিয়ে যায় দোলা,
অভিসারে আসবে, মনের দোর রেখেছি খোলা।
চোখের সামনে ভেসে উঠে হাসনাহেনার হাসি,
নিরালায় বসে স্বপ্ন বুনে কোন সে প্রেয়সী?


অশীতিপর বৃদ্ধা শুয়ে আছে কুঁড়ে ঘরে,
নিশিরাতে কে যেন ডাকে তাহার নামটি ধরে।
মনের ভুল নাকি অন্যকিছু, ভেবে পায় না কূল,
বাহিরে ঝিঁঝি পোকা জোছনায় হয় আকুল।