কি'বা পর কি'বা আপন,
রত্ন থাকলে বনে স্বজন,
এ কথাটি মানে ক'জন?


প্রসাদে হয় যে ভজন,
অনুরাগী মিলে ডজন ডজন,
মেলা ভেঙে যায় ফুরালে প্রয়োজন।


ধনাকাঙ্ক্ষা অনুরাগী প্রেমিকজন,
বেঈমানী করতে লাগে কতক্ষণ,
পিঠে ছুরি মেরে জলে ভাসায় দু'নয়ন।


যুগের ভালোবাসা ঠুনকো আশা,
দেয়ার চেয়ে নেয়ার বেশি প্রত্যাশা,
এমন কেউ নেই, করা যায় ভরসা!


আশেপাশে সবাই করে অভিনয়,
স্বার্থ এখন সবকিছুর মাঝে রয়!
ভেবেচিন্তে প্রাণনাথ কথা কয়।