উষ্ণ হাওয়ায় আজি
         খুলেছে মনের দোর,
ভেসে আসে মধুর
      রাখালিয়া বাঁশির সুর।


নিশির শেষে
         এলো সোনালি ভোর,
মেঠো পথে স্নিগ্ধ বিকেলে
      চঞ্চল বালিকাদের দৌঁড়।


দিগন্ত জোড়া মন জোড়ানো
         সবুজ ফসলের মাঠে,
কৃষাণ-কৃষাণিরা কাজে মগ্ন
                  বেলা যায় কেটে।


বেলা শেষে তারা
ঘরে ফিরে হাত ধরে হাতে,
কতো পিরিত কানাঘুষা,
                গাঁয়ে যায় রটে।