আকারে প্রকারে হলে হয় না মানুষ,
মানুষ হতে হলে লাগে বিবেকের হুঁশ।
একদিকে রেখে আসল আরেক দিকে নকল,
মানুষ হওয়া যায় না, মানুষ বলিলেও সকল।


আমি কার? চলি আবার কার ইশারায়?
এ ভাবনায় জ্বলে যার মন পুড়ে ছাই।
আমার আমিতে আবদ্ধ করে রাখে,
জীবনের বাঁকে বাঁকে মানুষ বলি কাকে?