সোনা একবার বাড়ে দামে,
ক'দিন পরে আবার যায় কমে।
এবার দাম বাড়ছে চিনি,
কেজি কেজি না কিনে গ্রামে কিনি।


গ্যাসের দামের সাথে বাড়ছে সয়াবিন,
হিসাব করে চলুন, ভাবনার কথা বাদ দিন।
কাকরোল, শিম, আলু, পটল, বেগুন,
মাছ, মাংস, শুটকির  বাজারে আগুন।


এখন বাজারে আসছে আম, কাঁঠাল,
সাথে টসটসে লিচু, আনারস আর তাল।
তরমুজ যায় যায়, আপেল, আঙ্গুর উর্ধ্বমুখী,
আনার ফল তবু খাচ্ছে, যারা ডায়রিয়া রোগী।


বাড়ছে কামলার দাম দৈনিক হাজার,
রড সিমেন্ট, ইট, কাঠ গরীবের সাথে বেজার।
মাথা ঘুরছে হরেক রকম চিন্তায়,
মাঝে মাঝে পুকুরের জলে মাথাটা ভিজায়।