সকালের কথা, বিকালে পারি না রাখতে,
প্রিয়তমা! এতে তুমি শুধু চেয়ে চেয়ে হাসতে।
কি করে বলি, সময়ে অসময়ে কাজের চাপে,
মনটা কাঁদে, কথা দিয়ে কথা না রাখার পাপে।


প্রিয়তমা!
সকালে বলেছিলাম দু'জনায় কাটাবো সময়,
পড়ন্ত বিকেলে এসে, এ কথা কি আর মনে রয়?
জানি! মিথ্যুক, ভণ্ড আরো বলবে কত কি?
কিছুই নিই না মনে, জানো? মোর পরানের চাতকী!


আজকের দিনে, কেউ কি রাখে কথা?
এ দুঃখে, কারো মনে পায় না কোনো ব্যথা।
তবুও চাইছি আমি করজোড়ে ক্ষমা,
তুমি দেখে নিও হে মোর প্রিয়তমা!