চৌদ্দ বিঘা জমিতে
দুই বিঘাই থাকে খাস,
মাটির দেহে মনু
বারো বিঘাতে করো চাষ।


হিংসা করলে নষ্ট হবে
ঐ সোনালি ফসল,
স্বাদের যৌবনও হবে নষ্ট
আসল ফেলে ধরলে নকল।


কবি মন ভাবিয়া কহে
রঙ্গে রসে কাটাইলে দিন,
ভবের ভাবনায় যাতনা বাড়বে
আসবে একদিন কষ্টের দিন।