খাটিয়ায় চড়ে হবে মনা দেশান্তরী,
ওখানে চড়তে, যেতে হবে মরি,
নিজেকে চেনো, যাবার আগে মরি।


আসবে স্বজন করবে রোদন,
ঝরাবে জমানো যতো ছিল বেদন,
চোখদুটো আবদ্ধ রবে, যে চোখে দেখতো স্বপন।


কোটি টাকার বাড়ি, যেতে হবে ছাড়ি,
পচন ধরবে বলে দেহে, করবে তাড়াতাড়ি,
মায়াবী মায়াজাল ছিন্ন করে, খাটিয়ায় যাবে চড়ি।


ছিলে অনেক কিছু, রাজা-বাদশা-উজির,
ওখানে চলে না, বাঁচার জন্য ফন্দি-ফিকির,
ভুলে গেলেই কি চলে, মোরা দু'দিনের মুসাফির।


আসমার বাপ করেছে পাপ, খাটিয়ায় চড়ে
ওপারে কেমনে যাবে, সারাক্ষণ কান্দে তার ডরে,
যখনই সময় পায়, কি যেন ভাবে বিড়বিড় করে।