কবি যখন বৈশাখি মেলায়,
মুগ্ধ কবি নরম কোমল ফুলের শোভায়।
নতুন পুরানো, চেনা অচেনা মানুষের মাঝে,
কী চমৎকার মানুষগুলো লাল হলুদের সাজে।


ডিসিহিল থেকে নেমে কর্ণফুলির কুল ঘেঁষে,
প্রতিটি গলি থেকে মহাগলি মানুষে আছে ঠেসে।
প্রেমিক প্রেমিকাদের ভিড়ে ফুলগুলো হাসে,
কারো হাতে-গলে, কারোর মাথার 'পরে ভাসে।


কোথাও নেই কোনো অশুভ ছোঁয়া,
তাপদাহে পুড়ছে নগরবাসী, উড়ছে ধূলির ধোঁয়া।
গাছের ছায়ায় মায়া জড়ানো বড়ই মায়াবী ছবি,
গাঁয়ের টানে চাকচিক্যময় শহর ছেড়ে যায় কবি।


এ শহরে কতো অভুক্ত আছে ফুটপাতে,
কবিমন কেঁদে উঠে, সহ্য হয় না তাতে।
কবি কি জানে, কী সুখ পড়ে আছে নগরে?
ঝলমল আলোতে কবির মন তবু নাহি ভরে!