যে স্বপ্ন দেখতে জানে না,
সে কবিতা লিখতে পারে না।
যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না,
সে কবিতা লিখতে পারে না।


যে শব্দের মায়াবীরূপ চিনে না,
সে কবিতা লিখতে পারে না।
যে প্রকৃতিকে ভালোবাসতে পারে না,
সে কবিতা লিখতে পারে না।


যে সুন্দরের স্বপ্ন দেখে না,
সে কবিতা লিখতে পারে না।
যে নিজেকে পুড়াতে পারে না,
সে কবিতা লিখতে পারে না।


যার হৃদয় মজলুমের জন্য কাঁদে না,
সে কবিতা লিখতে পারে না।
যে লোক দেশপ্রেমে মজে না,
সে কবিতা লিখতে পারে না।


যে স্বার্থের মাঝে ডুবে থাকে,
সে কবিতা লিখতে পারে না।
যে স্বাধীনতার মর্ম বুঝে না,
সে কবিতা লিখতে পারে না।