শপথ নিয়ে ভেঙ্গেছো প্রিয়তমা,
     প্রিয় ভালোবাসার মিছিলে।
বুকটা ঝাঁঝরা করেছো আঁখিজলে,
অঙ্গার করেছো হৃদয়খানি কথার জালে।


কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রিয়তমা-
আমি করবো না, সত্যের মুখোমুখী,
কী সুখ পেয়েছো, পথচলে একাকী।
জোনাকজ্বলা রাতে, হাত ধরে পাশাপাশি,
দু'জনেই হেরে যেতাম, তারা গুনে রাশি রাশি।


কোন কাননের ফুল তুমি, প্রিয়তমা!
ফুলের আঘাতে আহত হৃদয় আজ,
অবিশ্বাসের দোলায় সাজে স্বার্থবাজ।
আর তুমি! নিঃশেষ করে সবকিছু অগোচরে,
কার বাসরে আছো? সাজানো বাগান নষ্ট করে।