এমন কথা বলতে নেই,
যার জন্য করতে হয় দুঃখ প্রকাশ!
এমন কিছু লিখতে নেই,
যার জন্য করতে হয় অন্যের সাথে বাহাস।


এমন আচরণ করতে নেই,
যার জন্য কষ্ট পায় সাধারণ।
এমন কাজ করতে নেই,
যার মূলে রয়েছে লোভের কারণ!


এমন কথা বলতে হয়,
যে কথা, শুধু কথার কথা নয়।
এমন কিছু লিখতে হয়,
যা পরবর্তী সময়ে ইতিহাস হয়ে রয়।


এমন আচরণ করতে হয়,
যা অন্যজনে করে অনুসরণ।
এমন কাজ করতে হয়,
যা মানুষের উপকার হয় আমরণ।