লকডাউনে চলছে চাষাবাদ,
অনাবাদী জমি হবে আবাদ,
বাম্পার ফলন হোক, এটাই আশাবাদ।


চাকুরি নেই, গাঁয়ে চলো ফিরে,
নদীমাতৃক এ দেশ, ডাকছে আয়রে,
কৃষিতে সমৃদ্ধি আসবে, কৃষকের হাত ধরে।


কৃষক মাথার ঘাম পায়ে ফেলে বাড়ায় ফলন,
চোখেমুখে লেগে থাকে খুশির প্লাবন,
কৃষক ন্যায্য মূল্য না পেলে ভিজায় দু'নয়ন।


আশি জন কৃষক এদেশে শতকরা ভাগে,
এমন কথা শুনে আসছি মোরা শৈশব থেকে,
কৃষক মোদের দেশের প্রাণ, ভাবি যেনো সবার আগে।


কৃষি খাতে দেয়া হোক আরো বেশি বরাদ্দ,
তবে এদেশ হবে একদিন আরো অনেক উন্নত,
চলো কৃষকের পাশে দাঁড়াই, যার যার সাধ্যমত।


কৃষকের গোলা ফসলে ফসলে যাক ভরে,
আনন্দে তাদের হাসি ফুটুক সারাদেশ জুড়ে,
কৃষিতে সমৃদ্ধি আসবে এদেশের প্রতিটি ঘরে ঘরে।