স্বভাব যাদের তেল মারা,
মজাটা পেতে চায় তারা,
খুব সহজে চিনবেন ওরা কারা?


কথায় ও কাজে দে তারা তেল,
কাজ না করে দেখাতে চায় খেল,
ওরা সুযোগ পেলে মারে বুকে ছেল।


ওরা এখন নেতা হতে নেতাকে দে তেল,
নিজের নেই গুণ, গায়ে লাগায় পরের লেভেল,
নিজেকে অনেক দামী ভাবে, দেখায় ভানুমতীর খেল।


হাতের রেখা মুছে গেল, নেতা নেতা ভাব,
পরের ধন হাতিয়ে নেয়ারও আছে স্বভাব,
নিজের মুরোদ চুনাপুঁটি, ধারে দেখায় প্রভাব।


সমাজে তারা কেমন যেন দেখিয়ে চলে ভাব,
মুখে হাসির ঝিলিক, যদি বলে কেউ অমুক সা"ব,
বেশভূষায় সেজে সাধু, খুঁজে বেড়ায় অন্যের পাপ!


ছুমন্তর! লাগ ভেলকি লাগ,
এ মন্ত্রের মোহে খালি করে মৌচাক,
ওরা সময়ে বহুরূপী, খুঁজে চলে ফাঁক।