পাপে বাড়ে তাপ,
আর বাড়ে মানসিক চাপ,
এ কথা বলে বেড়াচ্ছেন ছেনুর বাপ।


লোভ করলে হৃদয় মরে,
এ অশান্তির চাষ এখন ঘরে ঘরে,
কেউ সুখী নয়, সুন্দর এ পৃথিবী জুড়ে!


নিজের ঢোল নিজেই পেটায়,
নিজের সুনাম নিজেই ছড়ায়,
আর দাম বাড়াতে নিজেই প্রচার চালায়।


পাড়া-গেঁয়ে নেই এখন নেতার অভাব,
এ যেন নিজ ঘরে নিজেই সাজে নবাব,
সবাই জানে, ভালো না এ নেতার স্বভাব।