কলম চলে টাকায়,
সততার মর্যাদা হারিয়ে যায়।
শ্রদ্ধা আর ভক্তি বাড়ছে টাকায়,
মেকিত্ব দখল নিয়েছে ভালবাসায়।


দাপট কপট নিয়ে ওরা চলে,
আঙ্গুল ফোলে কলাগাছ হলে।
ভাবখানা এমনভাবে উথলে,
পতন নিশ্চিত একদা সময় হলে...


অবৈধ পন্থায় পকেট ভরে,
নিজকে নিজে দামী করে।
পাপের টাকায় পাহাড়ে চড়ে,
অন্তর তার প্রভুকে নাহি ডরে।


আসবে একদিন অন্তিম দশা,
করুণ হবে  যে লোভের চাষা।
যার অন্তর হিংসার বাসা,
সে অন্তরে রয় না ভালবাসা।


তাং ২৮ মে ২০২৩ খ্রি.